Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ভিশন(Vision) ও মিশন (Misson):

রূপকল্প(Vision): 

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন সকল জনগনকে গুনগত মানের বিদ্যুৎ সরবরাহ করা।


অভিলক্ষ্য(Mision): 

২০৩০ সালের মধ্যে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন সকল জনগণের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই এবং আধুনিক বিদ্যুৎ সেবা নিশ্চিত করা।

প্রতিশ্রুত সেবাসমূহ:


১ নাগরিক সেবা:

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি 

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

ক) নতুন সংযোগঃ
এলটি-এ (আবাসিক) ও
এলটি-বি (সেচ)

Online
আবেদনের মাধ্যমে

আবাসিক/বাণিজ্যিক নতুন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকাঃ
ক) জাতীয় পরিচয় পত্র ০১ (এক) কপি ও পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি
(প্রযোজ্য ক্ষেত্রে);
খ) জমির মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারীর কাগজ, মূল মালিক না
থাকলে উত্তরাধিকার সনদ;
গ) পুর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি (একই নামে বা স্থানে আরো
সংযোগ নিতে নতুন করে আর কোন ডকুমেন্ট লাগবে না);
ঘ) বহুতল ভবনের ক্ষেত্রে (১০ তলার অধিক) অগ্নি নির্বাপন সনদ;
ঙ) রাজউক/সিডিএ/কেডিএ/আরডিএ এবং অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশন/
পৌরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান, হোল্ডিং নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে) এবং
করদাতা সনাক্তকরণ নাম্বার (TIN) বাধ্যতামূলক;
চ) সোলার সিস্টেম স্থাপনপূর্বক নেট মিটারিং এর সকল কাগজপত্র (প্রযোজ্য
ক্ষেত্রে);
ছ) আবাসিক গ্রাহকের লোড ৫০ কিলোওয়াটের উর্ধ্বে এবং বাণিজ্যিক এইচটি
সংযোগের ক্ষেত্রে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের উপকেন্দ্র চালুর ছাড়পত্র/
অনুমোদন)
শিল্প সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকাঃ
ক)জাতীয় পরিচয় পত্র ০১ (এক) কপি ও পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি;
খ) জমির মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারীর কাগজ, মূল মালিক না
থাকলে উত্তরাধিকার সনদ;
গ) পূর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি (একই নামে বা স্থানে আরও
সংযোগ নিতে নতুন করে কোন ডকুমেন্ট লাগবে না);
ঘ) রাজউক/সিডিএ/কেডিএ/আরডিএ এবং অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশন/
পৌরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান, হোল্ডিং নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে) এবং
করদাতা সনাক্তকরণ নাম্বার (TIN) বাধ্যতামূলক;
ঙ) বহুতল ভবনের ক্ষেত্রে (১০ তলার অধিক) অগ্নি নির্বাপন সনদ;
চ) শিল্প সংযোগের ক্ষেত্রে লোড ৫০ কিঃওঃ এর অধিক হলে প্রধান বিদ্যুৎ
পরিদর্শকের দপ্তরের উপকেন্দ্র চালুর অনুমোদন পত্র;
চ) সোলার সিস্টেম স্থাপনপূর্বক নেট মিটারিং এর সকল কাগজপত্র
(প্রযোজ্য ক্ষেত্রে);
ছ) করাতকলের ক্ষেত্রে বনবিভাগের লাইসেন্সের হালনাগাদ কপি।

১। আবেদন ফিঃ
i) এক ফেজ = ১২০ (এক শত বিশ) টাকা
ii) তিন ফেজ = ৩৬০ (তিন শত ষাট) টাকা
২। নিরাপত্তা জামানত
i) ০২ কিঃওঃ পর্যন্ত ৪৮০ (চার শত আশি) টাকা/কিঃওঃ
ii) ০২ কিঃওঃ উর্ধ্বে ৭২০ (ছয় শত বিশ) টাকা/কিঃওঃ

সার্ভিস ড্রপের আওতায় পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পরবর্তী ০২ কর্মদিবসের মধ্যে ওয়্যারিং রিপোর্ট অনুমোদন এবং প্রয়োজনীয় ফি জমা প্রদানের পরবর্তী ০২ কার্যদিবসের মধ্যে সংযোগ প্রদান।

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

খ) নতুন সংযোগঃ
এলটি-ই (বাণিজ্যিক),
এলটি-ডি-১ (দাতব্য
প্রতিষ্ঠান),
এলটি-ডি-২ (রাস্তার বাতি,
পানির পাম্প),
এলটি-ডি-৩ (ব্যাটারি চার্জিং
স্টেশন)
এলটি সি-১ (ক্ষুদ্র শিল্প)
এলটি-সি-২ (নির্মাণ)

Online
নির্দিষ্ট ফরমে আবেদন

১। আবেদন ফিঃ
i) এক ফেজ = ১২০ (এক শত বিশ) টাকা
ii) তিন ফেজ = ৩৬০ (তিন শত ষাট) টাকা
২। নিরাপত্তা জামানতঃ
প্রতি কিলোওয়াট = ৯৬০ (আট শত ষাট) টাকা

গ) নতুন সংযোগঃ
এলটি-টি (অস্থায়ী),
এমটি-৬ (অস্থায়ী)

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এলটিঃ
১। আবেদন ফিঃ
ক) ০১ ফেজ = ৩০০ (তিন শত পঞ্চাশ) টাকা
খ) ০৩ ফেজ = ৬০০ (ছয় শত) টাকা
২। নিরাপত্তা জামানতঃ
৯৬০ (নয় শত ষাট) টাকা প্রতি কিলোওয়াট

এমটিঃ
১। আবেদনঃ
আবেদন ফি = ১২০০ (এক হাজার দুই শত) টাকা
২। নিরাপত্তা জামানতঃ
১২০০ (এক হাজার দুই শত) টাকা প্রতি কিলোওয়াট

শিল্প সংযোগ এর ক্ষেত্রে প্রাথমিক সমীক্ষা ৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন এবং আব্দনের ১৩ কার্যদিবসের মধ্যে ডিমান্ড নোট ইস্যু এবং জামানত ও প্রয়োজনীয় ফি জমা প্রদানের পরবর্তী ০২ কার্যদিবসের মধ্যে সংযোগ প্রদান।

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

ঘ) নতুন সংযোগঃ
এমটি-১ (আবাসিক)
এমটি-২ (অফিস ও
বাণিজ্যিক)
এমটি-৩ (শিল্প)
এমটি-৪ (নির্মাণ)
এমটি-৫ (সাধারণ),
এমটি-৭ (ব্যাটারি চার্জিং
স্টেশন),
এমটি-৮

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

শিক্ষা প্রতিষ্ঠান/ধর্মীয় প্রতিষ্ঠান/সেবামূলক প্রতিষ্ঠান/হাসপাতাল/ব্যাটারি চার্জিং স্টেশনে সংযোগের প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকাঃ
ক) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি
(মনোনীত ব্যক্তির);
খ) জমির মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারীর কাগজপত্র;
গ) পূর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
ঘ) রাজউক/সিডি/কেডিএ/আরডিএ এবং অন্যান্য ক্ষেরে সিটি কর্পোরেশন/
পৌরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান, হোল্ডিং নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে);
ঙ) বহুতল ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ (প্রযোজ্য
ক্ষেত্রে) লাগবে এবং করদাতা সনাক্তকরণ নাম্বার (TIN) বাধ্যতামূলক;
চ) সোলার সিস্টেম স্থাপনপূর্বক নেট মিটারিং এর সকল কাগজপত্র (প্রযোজ্য
ক্ষেত্রে)

এমটি ও এইচটিঃ
১। আবেদন :
আবেদন ফি = ১২০০ (এক হাজার দুই শত) টাকা
২। নিরাপত্তা জামানতঃ
১২০০ (এক হাজার দুই শত) টাকা প্রতি কিলোওয়াট

ইএইচটিঃ
১। আবেদন :
আবেদন ফি = ২৪০০ (দুই হাজার চার শত) টাকা
২। নিরাপত্তা জামানতঃ
১২০০ (এক হাজার দুই শত) টাকা প্রতি কিলোওয়াট


নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

ঙ) নতুন সংযোগঃ
এইচটি-১ (সাধারণ)
এইচটি-২ (অফিস ও
বাণিজ্যিক)
এইচটি-৩ (শিল্প)
এইচটি-৪ (নির্মাণ)
ইএইচটি-১ (সাধারণ),
ইএইচটি-২ (সাধারণ)

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

সামাজিক বা বাণিজ্যিক কর্মকান্ড বা নির্মাণ কাজের জন্য অস্থায়ী সংযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকাঃ
ক) পাসপোর্ট সাইজের ছবি (মনোনীত ব্যক্তির);
খ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (মনোনীত ব্যক্তির);
গ) সামাজিক বা বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য কর্তৃপক্ষের অনুমতিপত্র;
ঘ) ডেভেলপার কর্তৃক ভবন নির্মাণ করা হলে ভূমির মালিক কর্তৃক প্রদত্ত পাওয়ার
অফ অ্যাটর্নি;
সেচ সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকাঃ
ক) পাসপোর্ট সাইজের ছবি (প্রতিষ্ঠানের ক্ষেত্রে মনোনীত ব্যক্তির);
খ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (প্রতিষ্ঠানের ক্ষেত্রে মনোনীত ব্যক্তির);
গ) সেচ কমিটির অনুমোদনপত্র।
ঘ) জমির মালিকানা দলিল

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

গ্রাহকের অনুরোধে সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

গ্রাহকের অনুরোধে সংযোগ বিচ্ছিন্নকরণঃ
এলটিঃ
১) এক ফেজ = ২৪০ (দুই শত) টাকা
২) তিন ফেজ = ৪৮০ (চার শত) টাকা
এমটি ও এইচটিঃ ১২০০ (এক হাজার দুই শত) টাকা
ইএইচটিঃ ২৪০০ (দুই হাজার চার শত) টাকা

গ্রাহকের অনুরোধে পুনঃ সংযোগ করণঃ
এলটিঃ
১) এক ফেজ = ২৪০ (দুই শত) টাকা
২) তিন ফেজ = ৪৮০ (চার শত) টাকা
এমটি ও এইচটিঃ ১২০০ (এক হাজার দুই শত) টাকা
ইএইচটিঃ ২৪০০ (দুই হাজার চার শত) টাকা

০১ (এক) কার্যদিবস

নামঃ মোঃ আইয়ুব হোসেন
এজিএম (অর্থ-রাজ্স্ব)
মোবাইঃ ০১৭৬৯-৪০০৭৭৭
E-mail: sirajpbs@yahoo.com

গ্রাহকের অনুরোধে মিটার পরীক্ষা

সাদা কাগজে আবেদন/নির্দিষ্ট ফরমে “এক অবস্থানে সেবা” কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটিঃ
১) এক ফেজ = ২৪০ (দুই শত) টাকা
২) তিন ফেজ = ৪৮০ (চার শত আশি) টাকা
৩) এলটিসিটি = ৭২০ (সাত শত বিশ) টাকা
এমটি ও এইচটিঃ ২৪০০ (দুই হাজার চার শত) টাকা
ইএইচটিঃ ৪৮০০ (চার হাজার আটশত) টাকা

০৩ (তিন) কার্যদিবস

নামঃ মোঃ আইয়ুব হোসেন
এজিএম (অর্থ-রাজ্স্ব)
মোবাইঃ ০১৭৬৯-৪০০৭৭৭
E-mail: sirajpbs@yahoo.com

গ্রাহকের আংগিনায় মিটার পরীক্ষা পরিদর্শন

সাদা কাগজে আবেদন/নির্দিষ্ট ফরমে “এক অবস্থানে সেবা” কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটিঃ
১) এক ফেজ = ১৫০ (একশত পঞ্চাশ) টাকা
২) তিন ফেজ = ৩০০ (তিন শত) টাকা
৩) এলটিসিটি = ৫০০ (পাঁচ শত) টাকা
এমটি ও এইচটিঃ ১০০০ (এক হাজার) টাকা
ইএইচটিঃ ২০০০ (দুই হাজার) টাকা

০৩ (তিন) কার্যদিবস

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

জরুরী প্রয়োজনে ট্রান্সফরমার ভাড়া

সাদা কাগজে আবেদন/নির্দিষ্ট ফরমে “এক অবস্থানে সেবা” কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

১) সর্বোচ্চ ৩০ দিন ২.৫০ কেডিএ/দিন
৩০ দিন পর থেকে ৫.০০(টাকা) কেভিএ/দিন

০৩ (তিন) কার্যদিবস

নামঃ কৌশিক দেবনাথ
এজিএম (ওএন্ডএম)
মোবাইঃ ০১৭৬৯-৪০০৭৭৬
E-mail: sirajpbs@yahoo.com

লোড বৃদ্ধি

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটিঃ
i) এক ফেজ = ১২০ (এক শত বিশ) টাকা
ii) তিন ফেজ = ৩৬০ (তিন শত ষাট) টাকা
এমটি ও এইচটিঃ
১২০০ (এক হাজার দুই শত) টাকা
ইএইচটিঃ
২৪০০ (দুই হাজার চার শত) টাকা

২) ৩০ দিন পর থেকে ৪.০০ কেভিএ /দিন

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

গ্রাহকের নাম পরিবর্তন

সাদা কাগজে আবেদন/নির্দিষ্ট ফরমে “এক অবস্থানে সেবা” কাউন্টারে আবেদনের মাধ্যমে


প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
২। গ্রাহক ক্রয়সূত্রে/নিজ সুত্রে জায়গা বা প্রতিষ্ঠানের মালিক হলে সকল দলিলের সত্যায়িত ফটোকপি ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি সমিতিরি সদর দপ্তরে জমা দিতে হবে;
৩। মরণোত্তর ওয়ারিশ সূত্রে হলে মৃত ব্যক্তির মৃত্যু সনদপত্র ও ওয়ারিশনামা ও অন্যান্য;
৪ । ওয়ারিশগণের না দাবী পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে;
৫। ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

আবেদন ফিঃ
১। সকল ০৩ ফেজ সংযোগ ১৫০০ (এক হাজার
পাঁচ শত) টাকা।
২। সকল ০১ ফেজ সংযোগ ৫০০ (পাঁচ শত)
টাকা।

০৩ (তিন) কার্যদিবস

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

বিল বিষয়ক অভিযোগ

সাদা কাগজে আবেদন/নির্দিষ্ট ফরমে “এক অবস্থানে সেবা” কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

প্রযোজ্য ক্ষেত্রে অফিসিয়াল ফর্মে হিসাব প্রস্তুত পূর্বক এক অবস্থানে সেবা হতে সেবা মূল্য সেবা ফর্মের মাধ্যমে ক্যাশ শাখায় জমা নেয়া হয় ।

০৩ (তিন) কার্যদিবস

নামঃ মোঃ আইয়ুব হোসেন
এজিএম (অর্থ-রাজ্স্ব)
মোবাইঃ ০১৭৬৯-৪০০৭৭৭
E-mail: sirajpbs@yahoo.com

এক অবস্থানে সেবা

পল্লী বিদ্যুৎ সমিতির “এক অবস্থানে সেবা” এ নতুন বিদ্যুৎ সংযোগ, বিল মিটার সংক্রান্ত অভিযোগ, বিল পরিশোধের ব্যবস্থাসহ সকল ধরণের অভিযোগ জানানো যাবে এবং এতদসংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়া যাবে।

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

১০

গ্রাহকের অনুরোধে মিটার/মিটারিং ইউনিট স্থাপন/ পরিবর্তন/স্থানান্তর

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটিঃ
i) এক ফেজ = ৩৬০ (তিন শত ষাট) টাকা
ii) তিন ফেজ = ৮৪০ (সাত শত) টাকা
iii) এলটিসিটি = ২৪০০ (দুই হাজার চার শত) টাকা
এমটি ও এইচটিঃ
৬০০০ (পাঁচ হাজার) টাকা
ইএইচটিঃ
১২,০০০ (দশ হাজার) টাকা

০৩ (তিন) কার্যদিবস

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

১১


গ্রাহকের অনুরোধে সার্ভিস ড্রপ ক্যাবল (সার্ভিস ক্রিমপিট/ ক্যাম্পসহ) মেরামত/পরিবর্তন/ স্থানান্তর

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটিঃ
i) এক ফেজ = ২৪০ (তিন শত) টাকা
ii) তিন ফেজ = ৬০০ (পাঁচ শত) টাকা
এমটি ও এইচটিঃ
১৫০০ (এক হাজার দুই শত পঞ্চাশ) টাকা
ইএইচটিঃ
৩০০০ (দুই হাজার পাঁচ শত) টাকা।

০৩ (তিন) কার্যদিবস

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

১২

গ্রাহকের অনুরোধে সরবরাহ চুক্তি সংশোধন

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটিঃ
1) এক ফেজ = ১২০ (এক শত বিশ) টাকা
11) তিন ফেজ = ৩৬০ (তিন শত ষাট) টাকা।
এমটি, এইচটি ও ইএইচটিঃ
১২০০ (এক হাজার দুই শত) টাকা।

০১ (এক) কার্যদিবস

নামঃ রণজিৎ চন্দ্র দেবনাথ
এজিএম (সদস্য সেবা)
মোবাইলঃ ০১৭৬৯-৪০০৭৭৯
E-mail: sirajpbs@yahoo.com

১৩

গ্রাহকের অনুরোধে প্রি-পেইড
মিটার কার্ড রি-ইস্যু

নির্দিষ্ট ফরমে
“এক অবস্থানে সেবা”
কাউন্টারে আবেদনের মাধ্যমে

এক অবস্থানে সেবা

এলটি, এমটি, এইচটি ও ইএইচটিঃ
২৪০ (দুই শত) টাকা

০৩ (তিন) কার্যদিবস

নামঃ মোঃ আইয়ুব হোসেন
এজিএম (অর্থ-রাজ্স্ব)
মোবাইঃ ০১৭৬৯-৪০০৭৭৭
E-mail: sirajpbs@yahoo.com


* সমিতি হতে সরবরাহতব্য কাগজপত্র/ফরম সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (০৭ নং কলামে বর্ণিত) নিকট হতে সংগ্রহ করা যাবে ।

* সেবার মূল্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হ্রাস/বৃদ্ধি হতে পারে।

* সকল প্রকার আবেদন ফি এর উপর ভ্যাট প্রযোজ্য।


৩. অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পদ্ধতি (GRS):

ক্রঃ নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিস্পত্তির সময়সীমা

০১

দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক):
জনাব মোঃ রেজাউল করিম
পদবিঃ ডিজিএম (কারিগরি),
সিরাজগঞ্জ পবিস-১।

নাম মোঃ রেজাউল করিম
পদবিঃ ডিজিএম (কারিগরি), সদর দপ্তর,
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১,
মোবাইলঃ ০১৭৩০৭৮৩৩০১
ই-মেইলঃ sirajpbs.tec@gmail.com

৩০ কার্যদিবস

০২

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

আপিল কর্মকর্তা:
জনাব আবু আশরাফ মোঃ ছালেহ্‌
সিনিয়র জেনারেল ম্যানেজার
সিরাজগঞ্জ পবিস-১।

নামঃ আবু আশরাফ মোঃ ছালেহ্‌
পদবিঃ সিনিয়র জেনারেল ম্যানেজার
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১
মোবাইলঃ ০১৭৬৯-৪০০০৭৪
ই-মেইলঃ sirajpbs@yahoo.com




৪. অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত কমিটিঃ

ক্রঃ নং

কর্মসম্পাদনের ক্ষেত্র

বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি

০১

অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়ন

১. নিরাপদ দাস, ডিজিএম, তাড়াশ জোনাল অফিস - আহ্বায়ক
২. মোঃ তুহিন রেজা, এজিএম (ইএন্ডসি), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য সচিব
৩. রণজিৎ চন্দ্র দেবনাথ, এজিএম (সদস্য সেবা), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য
৪. কৌশিক দেবনাথ, এজিএম (ওএন্ডএম), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য
৫. মোঃ মশিউর রহমান, এজিএম (আইটি), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য
৬. মোঃ সাইদুল ইসলাম, এমএসি/পিইউসি, সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য



৫. সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত কমিটিঃ

ক্রঃ নং

কর্মসম্পাদনের ক্ষেত্র

বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি

০১

সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন

১. মোঃ; আজিজুল ইসলাম, ডিজিএম, শাহজাদপুর জোনাল অফিস - আহ্বায়ক
২. রণজিৎ চন্দ্র দেবনাথ, এজিএম (সদস্য সেবা), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য সচিব
৩. কৌশিক দেবনাথ, এজিএম (ওএন্ডএম), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য
৪. মোঃ নাজমুল হুদা, এজিএম (মানবসম্পদ), সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য
৫. মোঃ; সাদেকুল ইসলাম, ইসি, সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য
৬. মোঃ সাইদুল ইসলাম, এমএসি/পিইউসি, সিরাজগঞ্জ পবিস-১ - সদস্য