Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা কার্যালয়
অফিসের নাম ও ঠিকানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল নম্বর ইমেইল

শাহজাদপুর জোনাল অফিস

শাহজাদপুর, সিরাজগঞ্জ।

প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান 01769-400261 shzo_spbs@yahoo.com

ভূঁইয়াগাতী জোনাল অফিস

ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

মোঃ আব্দুল কুদ্দুস 01769-400258 vzo_spbs@yahoo.com

তাড়াশ জোনাল অফিস

তাড়াশ, সিরাজগঞ্জ।

মুহাম্মদ আশরাফ উদ্দিন খান 01769-402177 tbao_spbs@yahoo.com

খুকনী সাব-জোনাল অফিস

খুকনী, শাহজাদপুর।

মোঃ আব্দুল হামিদ মিয়া 01769-402747 khukni.spbs@gmail.com